ব্লগার ওয়েবসাইটেও এখন ফেসবুকের মেসেঞ্জার বাটন

ব্লগার  ওয়েবসাইটেও এখন ফেসবুকের মেসেঞ্জার বাটন (how to add messenger Button blogger website)

          

 হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আপনাদের জন্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম। 

বর্তমানে প্রায় বেশিরভাগ  ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এ তৈরি । ওয়ার্ডপ্রেসে ফেসবুকের ডিফল্ট কনটাক্ট বাটন' এড করা খুবই সহজ কিন্তু আমরা যারা ব্লগার ইউজ করি তাদের জন্য এই ট্রিকসটি অনেক কাজে দিবে।   আমি বিভিন্ন ব্লগের ওয়েবসাইট দেখছি  নিচে বাম পাশে/ ডান পাশে ওয়েবসাইটের Contact বাটন যোগ করা থাকে। যার মাধ্যমে ওয়েবসাইটের মালিক এর সাথে সহজে কথা বলা যায়। 

আমি নিজেও অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিভাবে ওয়েবসাইটে কন্টাক বাটন এড করা যায় কিন্তু তারা বিভিন্ন ওয়েবসাইটের কন্টাক বাটন এড করে দেখিয়েছে । কিন্তু এসব Contact বাটনে Live Chat করা যেত না। 


বিভিন্ন ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে দেখেছি Facebook Page  এর ডিফল্ট  মেসেঞ্জার চ্যাট বাটনটি ।  সেখানে আপনার ফেসবুক আইডি লগইন করে ওয়েবসাইটের মালিকের সাথে সহজে কথা বলা যেত 


আমরা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে /  কাজে  বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি ।  যেমন কেনাকাটা করতে , বিভিন্ন আর্টিকেল পড়তে,  বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। 

আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবেন মেসেঞ্জার ডিফল্ট একটি চ্যাট অপশন থাকে । এটি ওয়ার্ডপ্রেসে কিছু স্টেপ এর মাধ্যমে এবং প্লাগইনস ইনস্টল করে এটি সেট করতে হয়। 


কিন্তু ব্লগার ওয়েবসাইটে মেসেঞ্জার বাটনটি যোগ করতে আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না । খুব সহজে  ফেসবুকের ডিফল্ট মেসেঞ্জার বাটনটি অ্যাড করতে পারবেন। এর মাধ্যমে ওয়েবসাইটের মালিকের সাথে সহজেইম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবেন ।  


এই পোস্টটি শুধুমাত্র যারা ব্লগার  ওয়েবসাইট ব্যবহার  করেন । শুধুমাত্র তাদের জন্য ,  তাহলে  চলুন শুরু করা যাক। 


মেসেঞ্জার বাটনটি  যোগ করার জন্য প্রয়োজন 

  • একটি ফেসবুক পেজ 

✡️ প্রথমে ফেসবুক পেজে চলে যাবেন।এরপর Setting এ ক্লিক করুন । ( নিচের ছবিটি দেখুন ) 




✡️
এরপর বামপাশের  বার এ Messaging বাটন এর উপর ক্লিক করুন ।( নিচের ছবিটি দেখুন ) 


 


✡️
  এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন , Add Messenger to Your Website ⇐==== এটি লিখা আছে । ( নিচের ছবিটি দেখুন ) 



✡️ তারপর ডান পাশে Get Started  বাটন এ ক্লিক করুন । ( নিচের ছবিটি দেখুন ) 




✡️
এরপর একটি নতুন উইন্ডো দেখতে পাবেন ।  Next বাটনে ক্লিক করুন।( নিচের ছবিটি দেখুন )  


✡️ এরপর নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন । ( নিচের ছবিটি দেখুন ) 


✡️
এরপর আপনি যদি চান ওয়েলকাম মেসেজ টি আপনি আপনার মত করে লিখতে পারবেন। সেটি করার জন্য নিচের ছবিটির মত এডিট বাটনে ক্লিক করে আপনি সেখানে আপনার নিজের মতো ওয়েলকাম মেসেজ কি লিখতে পারেন সেটা ডান পাশের বক্সে  দেখাবে । ( নিচের ছবিটি দেখুন ) 



✡️ এরপর Next  বাটনে   এক্লিক করুন । ( নিচের ছবিটি দেখুন ) 




✡️
এরপর আপনি দ্বিতীয় ধাপে চলে আসবেন  ,   সেখানে আপনি দেখতে পাবেন  রং পরিবর্তন এর অপশন এবং  আপনার মেসেঞ্জার বাটনটি কোন পাশে থাকবে (ডান / বাম) সেটি আপনি নির্ধারণ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ।  এখানে আপনার কাজ হয়ে গেলে Next  বাটন এ ক্লিক করুন ( নিচের ছবিটি দেখুন ) 


✡️ এবার আপনি তৃতীয় ধাপে চলে আসবেন । এখানে আপনার Website Domin Name/ Website Address টি দিয়ে Save করবেন।।। ( নিচের ছবিটি দেখুন ) 



✡️এরপর ডান পাশে যে কোডটি দেখতে পাবেন,  সেটির উপর মাউস ওভার করে  কোডটি Copy  করে নিন। ( নিচের ছবিটি দেখুন ) 



✡️ এরপর ব্লগার  ড্যাশবোর্ড এ এসে Layout এ ক্লিক করুন । ( নিচের ছবিটি দেখুন )


 


✡️
এরপর Add a Gadget এ ক্লিক করে নতুন  গেজেট এ Html/Javascript যোগ করুন । ( নিচের ছবিটি দেখুন ) 






✡️
এরপর  Copy করা পোস্ট টি  বক্সে Peast  করুন ।এবং Save  করুন। ( নিচের ছবিটি দেখুন )


✡️ ব্যাস আপনার কাজ শেষ ।  আপনার ওয়েবসাইটটি  একবার Reload  করুন ।

✡️ বাম পাশে দেখতে পাবেন মেসেঞ্জার আইকন  এবং চ্যাট বক্স টি




এভাবে খুব সহজেই Facebook  এর ডিফল্ট মেসেঞ্জার  বাটনটি আপনি করতে যোগপারবেন 

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


ধন্যবাদ 






Post a Comment

0 Comments