Behance.net থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করার নতুন ট্রিক্স

Behance.net থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করার নতুন ট্রিক্স(how to download any picture from behance)


হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আপনাদের জন্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম। 

আমরা সবাই মোটামুটি Behance.net ওয়েবসাইটিকে চিনি। এখানে  পৃথিবীর সব ডিজাইনাররা তাদের ডিজাইনকৃত কাজ শেয়ার করে থাকে। এবং এখান থেকে তারা বিভিন্ন মার্কেটপ্লেসে বায়ারদের কাজ ও পেয়ে থাকে।


মূলত behance.net ওয়েবসাইট টি গ্রাফিক্স ডিজাইনারদের/ ওয়েব ডিজাইনারদের জন্য একটি পোর্টফোলিও হিসেবে কাজ করে।  যেখানে তারা তাদের বিভিন্ন কাজ শেয়ার করে থাকে।এবং তারা তাদের পোর্টফোলিওর লিংকটি তাদের বায়ারদের সাথে শেয়ার করতে পারেন । 


behance.net এই ওয়েবসাইটটি থেকে বিভিন্ন প্রোফাইলের আকর্ষণীয় ছবিগুলো ডাউনলোড করা সম্ভব হয় না। এটা ওয়েবসাইটের একটি প্রোগ্রামের কারণে, প্রোগ্রামটি এমনভাবে করা আছে যে কোন ভিজিটর এই ওয়েবসাইট থেকে সহজেই কোন প্রকার ছবি ডাউনলোড করতে পারবেনা। 


কিন্তু আমি যে ট্রিক্সটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি অতি সহজ একটি ট্রিকস।

তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক ।

ওয়েবসাইটকে বানিয়ে ফেলুন মোবাইল অ্যাপ


ʘ言ʘ প্রথমে আপনি behance.net এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন।


ʘ言ʘ এরপর ওয়েবসাইটটিতে যদি আপনার একাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট না করলেও আপনি ছবি ডাউনলোড করতে পারবেন।


ʘ言ʘ এরপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন।


ʘ言ʘ তারপর ছবিটির উপর আপনার মাউসের তির চিহ্নটি রেখে ডান বাটনে ক্লিক করুন ,এতে একটা ছোট উইন্ডো দেখতে পাবেন। সেখানে নিচের দিকে সর্বশেষে আপনি inspect element এই লেখাটি দেখতে পাবেন।(নিচের ছবিটি দেখুন)



ʘ言ʘ Inspect এ ক্লিক করুন। নিচ থেকে একটা উইন্ডো উঠে আসবে । এরপর আপনি নিচের উইন্ডোটি বার এ মাউস পয়েন্টারের মত তীর চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।(নিচের ছবিটি দেখুন)




ʘ言ʘ
এরপর আপনার পছন্দের ছবিটির উপর ক্লিক করুন। এতে নিচে দেখতে পাবেন কিছু কোড এর নিচে হালকা ব্লু কালার / হাইলাইট হয়ে গেছে। (নিচের ছবিটি দেখুন)



ʘ言ʘ এরপর সেই লাইনের প্রথমে একটি তীর চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। সেখানে আপনি (<img src= ……………………………………………………  ) এরকম অনেক লেখা দেখতে পাবেন।(নিচের ছবিটি দেখুন)


ʘ言ʘ img src <------ এ লেখাটির উপর যেগুলো লেখা থাকবে সেগুলোর উপর মাউস কার্সর নিয়ে ডান বাটনে ক্লিক করুন। (নিচের ছবিটি দেখুন)


ʘ言ʘ এতে আরেকটি ছোট উইন্ডো খুলবে। সেখান থেকে প্রথমের দিকে আপনি খুঁজে বের করবেন (Open in new tab ) <==== এই লেখাটির উপরে ক্লিক করুন। (নিচের ছবিটি দেখুন)



ʘ言ʘ
তাহলে একটি নতুন ট্যাব ওপেন হবে। সেখানে আপনি আপনার পছন্দের ছবিটি দেখতে পাবেন। 

ʘ言ʘ এরপর আবার ডান বাটনে ক্লিক করুন এতে আপনি দেখতে পাবেন দ্বিতীয় অপশনটি (Save image as) <----- এই লেখা টি। এ লেখাটির উপর ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী ফোল্ডার সিলেক্ট করে Save বাটন এ ক্লিক করুন।  (নিচের ছবিটি দেখুন)



ব্যাস ডাউনলোড হয়ে গেল behance.net ওয়েবসাইট থেকে আপনার পছন্দের ছবিটি । 


আপনার যদি কোন সন্দেহ থাকে, তাহলে properties-এ গিয়ে ছবিটির রেজুলেশন দেখে আসতে পারেন। 



পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং কোন সমস্যা এবং পোস্টটি কেমন লাগলো সেটি কমেন্টে বলতে পারেন


ধন্যবাদ

Post a Comment

2 Comments