Fiverr এ নাম্বার ভেরিফিকেশন Disable বাটন Enable করার উপায়

Fiverr এ নাম্বার ভেরিফিকেশন Disable বাটন Enable করার উপায় (How to Enable Number Verification Disable Button in Fiverr)


হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসলাম যে সমস্যায় অনেকেই পড়ে থাকে । সেটি হল মোবাইল ফোন দিয়ে ফাইবারে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে সাবমিট বাটন ডিজেবল হয়ে থাকে । 

Behance.net থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করার নতুন ট্রিক্স

 ফাইবার এর ফোন নাম্বার  ভেরিফিকেশন ,কম্পিউটারের মাধ্যমে খুব সহজে করা যায় ।  কিন্তু মোবাইলের ফোনের মাধ্যমে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে ডিজে সমস্যাটি হয় সেটি হল,  যে নাম্বারটি দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেটিতে ভেরিফিকেশন কোড আসলেও ফাইবার এগিয়ে এসে টি সাবমিট করার সময়  সাবমিট বাটন টি ডিজেবল অবস্থায় থাকে। 


আবার আমরা অনেকেই Chrome Browser এ  ডেক্সটপ মোড  করিও এটার সমাধান পাই না। 

মোবাইল ফোনে সাবমিট বাটন টি ডিজেবল থাকার কারণ ঠিক বলতে পারছি না কিন্তু ফাইবার এটি একটি  বাগ/ ভুল ধরা যেতে পারে । 


আজকে এই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তো চলুন শুরু করা যাক  কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে  ফাইবারে  ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন ।

তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক ।


প্রথমে প্লে স্টোরে চলে যান এরপর Hacker’s Keyboard লিখে  প্লে স্টোরে সার্চ করুন  



এরপর নিচের অ্যাপ্লিকেশন টি দেখতে পাবেন  অ্যাপ্লিকেশন টি  ইনস্টল করুন  


এরপর ফাইভারে গিয়ে আপনার ভেরিফিকেশন কোডটি লিখে সাবমিট করে দিন  
সেখানে দেখতে পাবেন সাবমিট বাটন টি সবুজ হয়ে গেছে খুব সহজে হয়ে গেল ফাইবারে ভেরিফিকেশন কোড সাবমিট



পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন,এবং সবাইকে জানান সুযোগ করে দিন 


┈•●◉✧✺✾❁✿ ধন্যবাদ ✿❁✾✺✧◉●•----

Post a Comment

0 Comments