বিনামূল্যে ডোমেইন হোস্টিং নেয়ার সহজ উপায় (Easy Ways to get free domain hosting)

 বিনামূল্যে ডোমেইন  হোস্টিং নেয়ার সহজ উপায় (Easy Ways to get free domain hosting)


আমরা যেসব ওয়েবসাইট  দেখতে পাই  তার বেশিরভাগই ওয়ার্ডপ্রেস  এ তৈরি। বর্তমানে 38%   ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করা হয় । 

 একটা ওয়ার্ডপ্রেস সাইট কি করতে একটি ডোমেইন এবং একটি হোস্টিং এর প্রয়োজন হয়। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ওয়েবসাইট তৈরিতে অনুশীলন করা করতে চাই । কিন্তু আমাদের কাছে টাকা পয়সা না থাকায় আমরা  ডোমেইন হোস্টিং কিনতে পারি না । এতে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার অনুশীলন করতে পারিনা ।


অনেক ওয়েব সাইট আছে যারা ফ্রি ডোমেন হোষ্টিং প্রোভাইড করে থাকে । এসব ওয়েবসাইট থেকে আলাদা করে ডোমেইন-হোস্টিং  নিতে হয় । আমার দোকান ওয়েবসাইটের সাথে হোস্টিং সাইটের সঙ্গে যোগাযোগ করতে হয় ।  

কিন্তু অনেক সময় দেখা যায় সেসব ওয়েবসাইট সমস্যায় করে থাকে ।

 আমি আজকে আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে  আপনি ডোমেইন এবং হোস্টিং দুটো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন।  


[ বি: দ্র: এই ওয়েবসাইটে  আপনি সাবডোমেন এ পাবেন  যেমন: .unaux.com, ] 


তাহলে চলুন দেখে আসি কিভাবে  ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং  রেজিস্টার করবেন …….


প্রথমে https://profreehost.com/  এই ওয়েবসাইটে ভিজিট করুন   

নিজের মত  দেখতে পাবেন  এরপর Register Now  এ ক্লিক করুন ।(নিচের ছবিটি দেখুন)


এরপর Register  বক্সে আপনার Email  এবং Password  দিয়ে রেজিস্টার করুন ।  এবং আপনার ইমেইলে  একটি এক্টিভেশন কোড বা লিংক যাবে সেটি দ্বারা একাউন্টটি একটিভ করে নিন ।(নিচের ছবিটি দেখুন)




 এরপর Create New Account  এ ক্লিক করুন ।(নিচের ছবিটি দেখুন)





 এখানে প্রথম বক্সে আপনার Domain  এর নাম এবং দ্বিতীয় বক্সে আপনার  Subdomain টি সিলেক্ট করে দিন ।  এবং হলুদ টিকমার্ক এ ক্লিক করুন । (নিচের ছবিটি দেখুন)


ব্যাস আপনার একটি ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়ে গেল ।  এখানে  আপনি সর্বোচ্চ 3  টি  ডোমেইন রেজিস্টার  করতে পারবেন ।  তাই  3  টি  ডোমেইন কি রেজিস্টার করে নিন । কারণ  ডোমেইন একটিভ হতে একটু সময়  লাগে।(নিচের ছবিটি দেখুন)

এরপর Menage   এ ক্লিক করুন । (নিচের ছবিটি দেখুন)





Control Panel  এ যাওয়ার জন্য  Control Panel  এ ক্লিক করুন ।(নিচের ছবিটি দেখুন)



এরপর  একটি পেজে Redirict  করে নিয়ে যাবে ।(নিচের ছবিটি দেখুন)


এরপর I Aproved  এ ক্লিক করুন । (নিচের ছবিটি দেখুন)


ব্যাস এবার আপনি দেখতে পাবেন  হোস্টিং প্যানেল । (নিচের ছবিটি দেখুন)

এরপর আপনি  সেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন । (নিচের ছবিটি দেখুন)





দেখলেন কত সহজেই আমরা ফ্রিতে ডোমেইন-হোষ্টিং নিয়ে নিলাম



আজ এ পর্যন্তই  পরবর্তী পোষ্টে আমি দেখাবো কিভাবে  Wordpress ইন্সটল করতে হয় । 

আর যদি কোন  সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন সমাধান করার চেষ্টা করব।


আল্লাহ হাফেজ



Post a Comment

0 Comments