ফেসবুকের নতুন সেটিংসটি এখনি বন্ধ করুন (Turn off Facebook's new settings now)

ফেসবুকের নতুন সেটিংসটি এখনি বন্ধ করুন (Turn off Facebook's new settings now)



বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক,  ফেসবুক ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা

হাতেগোনা ।   তাই আমাদের বিভিন্ন কার্যাবলী ফেসবুকে পোস্ট করে থাকি ।  ফেসবুকে ছাড়াও

আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রম,  লিঙ্কডইন,  ইত্যাদি  বিভিন্ন মিডিয়া আমরা

ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুক এ লগইন না থাকা সত্ত্বেও ফেসবুক আমাদের সব কার্যাবলী

সংরক্ষণ করে রাখে । 


2020 সালের ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে ফেসবুক এই অপশনটি চালু করে যার নাম : Off-Facebook Activity.


নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক আপনার বিভিন্ন কার্যাবলী সংরক্ষণ করেন এবং সে অনুযায়ী আপনাদের ফেসবুকে  বিভিন্ন প্রকার এডস প্রদান করে। আমি ভাবতে পারবেন না কিভাবে ফেসবুক প্রতিদিনের কার্যাবলী গুলোকে Monitoring / পর্যবেক্ষণ করে। 


এর মাধ্যমে আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য ফেসবুকের কাছে চলে যাচ্ছে। এর সাহায্যে  ফেসবুক আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন  বিজ্ঞাপন দেখাবে।


যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকের এই সেটিংসটি  বন্ধ করবেন। কিভাবে করবেন তা আমি বলে দিচ্ছি।


✡️ প্রথমে ফেসবুকে লগইন করুন ।

✡️ এরপর  ডান পাশে  বার এ ক্লিক করুন । 

✡️ এরপর Settings এ ক্লিক করুন ।




✡️ একটু নিচে আসলে দেখতে পাবেন Off-Facebook Activity নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন ।



✡️ এরপর More Options এ ক্লিক করুন  ।




✡️ তারপর Manage Future Activity  এ ক্লিক করুন ।




✡️ আবারো Manage Future Activity বাটনে ক্লিক করুন ।




✡️ এরপর Future off-Facebook activity এর বাটন টি অন করে দিন ।




✡️এরপর এরপর  Clear history  বাটনে ক্লিক করুন ।

 ✡️ এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন Apps  চালু করেছেন এবং  কোন কোন Website কে প্রবেশ করেছেন।   সব কিছু এখানে দেখতে পাবেন ।  তাই এখন এখনি এসে অন করে নিন ।

Post a Comment

0 Comments