ব্লগারে যেভাবে Thumbnail যুক্ত করবেন(How to add thumbnail on blogger)

 ব্লগারে যেভাবে Thumbnail যুক্ত করবেন (How to add thumbnail on blogger)


আমরা অনেকেই ব্লগার  এ লেখালেখি করি।  ব্লগারে আমরা যে পোস্ট করি সে অনুযায়ী যদি আকর্ষণীয়  কোন ছবি দিই তাহলে সে ছবি দেখে অনেকে পড়ার ইচ্ছা পোষণ  করবে।


যেমন: আমরা ইউটিউব ভিডিওতে thumbnail দেখে থাকি. এরপর বিভিন্ন গানের অ্যালবামের ঠান্ডা না দেখে থাকি , এসব thumbnail  অনেক আকর্ষণীয় হয় এবং আমরা সে ভিডিও গুলোতে ক্লিক করে দেখা শুরু করি.  কোন পোষ্টের আমনের যত আকর্ষণীয় হবে.  সে পোষ্টের বা ব্লগিং এর দর্শক তত বেশি হবে


কিন্তু আমরা অনেকেই জানি না যে  ব্লগার বা ব্লগস্পট এ Thumbnail/বৈশিষ্ট্যযুক্ত ছবি  দেওয়া যায়.  

এতে আপনার লেখা টি কে আরও আকর্ষণীয় করে তোলে ।


তাহলে চলুন দেখি ব্লগারে কিভাবে thumbnail দেওয়া যায়


প্রথমে blogger এর ড্যাশবোর্ড টি খুলতে হবে ।



এরপর Posts এ ক্লিক করুন ।
এরপর আপনার যেটা thumbnail  দিতে চান , সেই  ছবিটি আপলোড করুন 
           





এরপর ছবিটির উপর Right Click করে Copy image adddress এ ক্লিক করুন, এতে একটি লিংক কপি হবে

  এরপর কলম উপর ক্লিক করুন ।




এরপর HTML View  এ ক্লিক করুন



এরপর  সর্বপ্রথম এ  নিচের কোডটি লিখুন।
 <img src="Your Image Address You Copied............." style="display: (Write)--> none;" /> 

 

ব্যাস হয়ে গেল আপনার পোস্টে  এর Thumbnail.


পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না । কোন সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন ।



ধন্যবাদ সবাইকে 💗



Post a Comment

0 Comments