CMD/ Command Prompt এর সাহায্যে ফাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় (Hide file folder files without any software PART-2)

কমান্ড প্রম্পট এর সাহায্যে ফাইল হারিয়ে গেলে  খুঁজে পাওয়ার উপায় (How to find lost files with a command prompt)


আমরা অনেকেই CMD/ Command Prompt এর মাধ্যমে ফাইল Hide করে রাখি।

 কিন্তু অনেকেই ফাইল Hide করার পর ফোল্ডারটির নাম ভুলে যাই । এতে File/Folder টি খুজে পাইনা ।  CMD/ Command Prompt এ ফোল্ডারের নামটি যদি মনে না থাকে এতে ফোল্ডারটি Recover করা সম্ভব হয় না। 


এরকম সমস্যায় যারা পড়েছেন তারাই বুঝতে পারবে কষ্টটা কেমন হয় । 😔😔


তাই আমি আপনাদের কষ্ট দূর করার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে চলে আসলাম।😊😊


CMD/ Command Prompt যদি ফোল্ডারটির  নাম আপনার মনে না থাকে  তাহলে আপনি ফোল্ডারটি Recover করতে পারবেন । চলুন দেখে আসি কিভাবে করা যায় ।



আমরা গত পর্বে যে ABCD ফোল্ডারটি Hide করেছিলাম সেটাই বের করব আজকে। 

বিঃ দ্রঃ- আপনি ফোল্ডারটি কোথায় লুকিয়ে রেখেছিলেন সেটা মনে থাকতে হবে ।

১। প্রথমে আপনি যেখানে ফাইলটি রেখেছিলেন সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে Type  করুন ---------->>>  CMD . তারপর Enter  চাপ দিন । ( নিচের ছবিটি দেখুন )




২। এরপর CMD/ Command Prompt এর বক্স Open হবে । সেখানে নিচের কোডটি লিখুন --------  ⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓ ( নিচের ছবিটি দেখুন )

                      attrib -h -s -r /s /d



৩। এরপর  Enter  চাপ দিন । ব্যাস আপনার কাজ শেষ দেখুন ফোল্ডারটি চলে  এসেছে।
( নিচের ছবিটি দেখুন )


এভাবে আপনারা যে কোন CMD/ Command Prompt ফাইল খুঁজে বের করতে পারবেন ।


ধন্যবাদ সবাইকে 💓💓


 

Post a Comment

2 Comments